আরেকজনের বেতন তুলে দিয়ে ৬ লাখ টাকা ঘুষ নেওয়া সিনিয়র নার্স রিমান্ডে

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সিনিয়র নার্স ইসরাইল আলী সাদেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৮ মার্চ) দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক সুমন ভূঁইয়া এই রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে বৃহস্পতিবার (১৪ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) পরিদর্শক শাহিন মিয়া একই আদালতে তার সাত দিনের রিমান্ড আবেদন করেন।

সিআইডির পরিদর্শক শাহিন মিয়া জানান, ঘুষ কাণ্ডের সার্বিক বিষয় তদন্তের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করলে সোমবার তিন দিনের মঞ্জুর করেন।

এর আগে ৯ জানুয়ারি সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ছয় লাখ টাকাসহ দুই সিনিয়র স্টাফ নার্সকে গ্রেফতার করে গোয়েন্দাদের একটি দল। এ ঘটনায় ইসরাইল আলী সাদেককে প্রধান আসামি করে তিন জনের নামে মামলা করেন হাসপাতালটির ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফ। 
এর মধ্যে আমিনুল ইসলাম ও সুমন চন্দ্র দেব কারাগারে থাকলে পলাতক ছিলেন মূল হোতা সাদেক। ৩ ফেব্রুয়ারি মহানগরর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন এই প্রধান আসামি। শুনানি শেষে আদালতের ভারপ্রাপ্ত  বিচারক নূর আলম ভূঁইয়া তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

মামলার তিন আসামি হলেন- সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সিনিয়র স্টাফ নার্স ইসরাইল আলী সাদেক, সিনিয়র স্টাফ নার্স আমিনুল ইসলাম ও সুমন চন্দ্র দেব। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৯ বছর ধরে বরখাস্ত অবস্থায় ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের এক স্টাফ নার্স। চলতি বছরের প্রথম দিকে সম্প্রতি তিনি কর্মক্ষেত্রে যোগ দেন। এত বছরে তার বেতন-ভাতাসহ প্রায় ৩৬ লাখ টাকা বকেয়া পড়ে। নার্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসরাইল আলীর সঙ্গে চুক্তি হয়েছিল বকেয়া বেতন-ভাতার টাকা দ্রুত তুলে দেওয়ার জন্য। বিনিময়ে তাদের ১০ লাখ টাকা দিতে হবে। পরে দর-কষাকষিতে সাড়ে ছয় লাখ টাকায় রফা হয়েছিল। ৯ জানুয়ারি ওই স্টাফ নার্স নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে তাদের কথামতো টাকা নিয়ে আমিনুল ইসলামের কাছে যান। এ সময় গোয়েন্দা টিম আমিনুলকে টাকাসহ গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুমন চন্দ্র দেবকে গ্রেফতার করা হয়।