সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো দুজনের

সিলেটের বিমানবন্দর সড়কের ধুপাগুল এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় তিন জন আহত হয়েছেন। হতাহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতরা হলেন গোয়াইনঘাটের নোয়াগাঁও গ্রামের রফিক মিয়ার ছেলে তুহিন মিয়া (১৮) ও একই এলাকার সিরাজ উদ্দিনের স্ত্রী সালেতুন্নেসা (৬০)।

বিমানবন্দর থানার ওসি নুনু মিয়া বলেন, ‘ধুপাগুল এলাকায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। তিন জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাক পুলিশ হেফাজতে আছে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন।’