হবিগঞ্জের বানিয়াচংয়ে খোলা বাজারে বিক্রির (ওএমএস) চাল কালোবাজারে বিক্রি করার দায়ে এক ছাত্রদল নেতাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে তাকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযুক্ত ছাত্রদল নেতার নাম এমদাদুল ইসলাম রকি (৩৪)। তিনি বানিয়াচং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ওএমএসের ডিলার। এ ঘটনায় তার ডিলার লাইসেন্স বাতিল করা হয়েছে। ওএমএসের চাল কালোবাজারে বিক্রির সময় দুপুরে বানিয়াচংয়ের বড়বাজার থেকে তাকে আটক করে সেনাবাহিনী।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার ১ নম্বর ইউনিয়নের ডিলার এমদাদুল ইসলাম বড়বাজারের আইএফআইসি ব্যাংক সংলগ্ন একটি দোকানে ওএমএসের চাল ৩০ টাকা কেজি দরে বিক্রি করছিলেন। গত তিন দিন ধরে এসব চাল বিক্রি করেছেন। বিষয়টি জানতে পেরে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় ওএমএসের ৫০ কেজির পাঁচ বস্তা চাল জব্দ করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ওএমএসের চাল খোলা বাজারে বিক্রি করায় ডিলার এমদাদুলকে আটক করে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার লাইসেন্স বাতিল এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’