লন্ডনে চিকিৎসা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার (৫ মে) লন্ডন থেকে দেশে ফিরবেন। ওইদিন সকাল ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে প্রথমে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। এরপর একই ফ্লাইটে তিনি ঢাকায় ফিরবেন।
রবিবার বিকালে এসব তথ্য নিশ্চিত করেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান চৌধুরী। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আগমন ঘিরে সিলেট ওসমানী বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জানা গেছে, খালেদা জিয়া সিলেট হয়ে ঢাকায় ফিরলেও এখানে কোনও সভা কিংবা সমাবেশে অংশ নেবেন না। সিলেটের যাত্রীদের নামিয়ে বিমানের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ওসমানী বিমানবন্দর ত্যাগ করবে। এ সময় ঘণ্টাখানেক খালেদা জিয়া সিলেটের বিমানবন্দরে অবস্থান করবেন। সেখানে তার সঙ্গে সিলেটে অবস্থানরত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের সাক্ষাৎ করার কথা রয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। এ ছাড়া ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান, দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হকও তার সঙ্গে থাকবেন।
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মুক্তাদির বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকে স্বাগত জানাতে ইতোমধ্যে সিলেট বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সেই সঙ্গে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।’
চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত ২৫ জানুয়ারি তাকে ছেলে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। অর্ধ যুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্যাপন করেছেন খালেদা জিয়া।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর কারাবন্দি অবস্থায় চারটি ঈদ কেটেছে কারাগার এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। বর্তমানে ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া।