গাড়ি পোড়ানোর মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার সাবেক প্রভাবশালী কাউন্সিলর ও যুবলীগ নেতা নানু মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। তাকে গ্রেফতারের পর তার অনুসারীরা থানার সামনে জড়ো হয়ে বিএনপির দলীয় স্লোগান দেন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের শারফিন সুপার মার্কেট থেকে নবীগঞ্জ থানা পুলিশ নানু মিয়াকে গ্রেফতার করে। তিনি নবীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নবীগঞ্জ পৌর যুবলীগের সদস্য এবং উপজেলা তথ্য প্রযুক্তি লীগের সভাপতি।

পুলিশ জানায়, গত ১৮ ফেব্রুয়ারি সারা দেশে হরতালের ডাক দেয় আওয়ামী লীগ। ওই দিন সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন ১৯ ফেব্রুয়ারি গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

পুলিশের দাবি, নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তে নানু মিয়ার সম্পৃক্ততা পায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ শহরের ওসমানী রোডের শারফিন সুপার মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এদিকে, নানু মিয়াকে গ্রেফতারের পরপর নানুর অনুসারী ২৫-৩০ জন যুবক নবীগঞ্জ থানার সামনে জড়ো হয়ে তার মুক্তির দাবি করেন। তারা সেখানে বিএনপির দলীয় বিভিন্ন স্লোগান দেন।

নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে নাশকতার মামলার তদন্তে নানু মিয়ার নাম উঠে আসে। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ শহরের ওসমানী রোড থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।