সিলেটের গোলাপগঞ্জে সাহেদ আহমদ (৩৩) নামে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে গোলাপগঞ্জ থানা পুলিশ তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
এর আগে, বুধবার (১৪ মে) রাতে সিলেটে গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।
গ্রেফতার সাহেদ আহমদ গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক। আটকের পর তাকে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগের ওই নেতাকে আটক করে থানায় নিয়ে যায়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা জানান, স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দিয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় মামলা রয়েছে।