রাজনীতির আলোচনার মঞ্চে এক নেতার বিয়ে পড়ালেন চরমোনাই পীর

ওলামা ও সুধী সমাবেশের মঞ্চে ইসলামী শরিয়া মোতাবেক সংগঠনের এক নেতার বিয়ে সম্পন্ন করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। চরমোনাই পীরের বক্তব্য শেষে হঠাৎ বিয়ে পড়ানোর কথা মাইকে বেজে ওঠে।

তার দোয়া ও ওকালতিতে সম্পন্ন হয়। বর সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের আবু বকর ও মুছাম্মৎ সামিয়া বেগমের ছেলে মাওলানা সাইফুল ইসলাম এবং কনে একই উপজেলার বাগবাড়ি উলুকান্দি গ্রামের মানিক মিয়া ও ফুলমতি বেগমের সন্তান তানজিনা আক্তার মৌ।

বুধবার (২ জুলাই) বিকালে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের হাত ধরে দোয়া মোনাজাতের মাধ্যমে ইসলামিক আকিদা অনুসারে এই বিয়ে পড়ানো হয়। পরে উপস্থিত অতিথিদের মধ্যে খেজুর দিয়ে আপ্যায়ন করা হয়।

বর মাওলানা আবু বকর বলেন, পীর সাহেবের আসার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিই, হুজুরের হাতে আমাদের বিয়ে সম্পন্ন করবো। এই ভেবে খুব কম সময়ের মধ্যে পীর হুজুরকে বলার পর তিনি আমাদের বিয়ে পড়িয়ে দেন।