লাউয়াছড়া-মৌলভীবাজার রেল যোগাযোগ বিচ্ছিন্ন

মৌলভীবাজারমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বুধবার মধ্য রাতে ঘূর্ণিঝড় আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ে পাহাড়ে আটকা পড়েছে যাত্রীবাহী আন্তনগর উপবন এক্সপ্রেস। এদিকে লাউয়াছড়ার সঙ্গে মৌলভীবাজারের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বুধবার দিনগত রাত ১২টার দিকে ঘূর্ণিঝড় আঘাত হানে। ঝড়ে গাছপালা ভেঙে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে ঢাকাগামী আন্তনগর উপবন এক্সপ্রেস লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় আটকা পড়ে। রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ায় ট্রেনটি আটকা পড়ে। এতে যাত্রীরা রাতভর দুর্ভোগ পোহান। তবে রেললাইনে উপড়ে পড়া গাছ সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করতে বৃহস্পতিবার ভোর থেকে কাজ শুরু হয়েছে বলে স্থানীয় রেল সূত্রে জানা গেছে।
/এফএস/