নীলফামারীর দুই কলেজে শতভাগ ফেল

এইচএসসি পরীক্ষা ২০১৬চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় নীলফামারীর দুই কলেজের পরীক্ষার্থীরা শতভাগ ফেল করেছেন। বৃহস্পতিবার ফল প্রকাশের পর এমনটি জানা যায়।
দিনাজপুর শিক্ষা বোর্ডের কলেজ দুটি হলো, নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের নগর ‘দারোয়ানী স্কুল এন্ড কলেজ’ এবং জলঢাকা উপজেলার বগুলাগাড়ী ইউনিয়নের ‘বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজ’।
এই দুই কলেজের পরীক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র ৪ জন। এর মধ্যে দারোয়ানী কলেজে পরীক্ষার্থীর সংখ্যা ৩ ও বগুলাগাড়ী ১।
বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারা বেগম জানান, ফলাফল প্রকাশের পর জানতে পারি আমার কলেজের ছাত্রীটি ফেল করেছে।

ব্যর্থতার দায়ভার স্বীকার করে তিনি বলেন, আগামীতে ভাল ফলাফলের জন্য ছাত্র-ছাত্রীদের শুরু থেকেই পরীক্ষার জন্য প্রস্তুত করা হবে।

এদিকে, দারোয়ানী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

জানা গেছে, এবারই প্রথম এইসএসসি পরীক্ষায় কলেজ দুটি অংশ গ্রহণ করে।

/এনএস/