জবিতে ভর্তি: ‘বি’ ও ‘ই’ ইউনিটের ফল প্রকাশ

জবিজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষের  ‘বি’ ইউনিটের  (কলা ও আইন অনুষদভুক্ত এবং আইইআর ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এছাড়া ‘ই’ ইউনিটের ফলও প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,‘বি’ ইউনিটের ৬৭০টি আসনের বিপরীতে  ৩ হাজার ৬৮৩ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছেন।

অন্যদিকে  ‘ই’ ইউনিটের ১২০টি আসনের বিপরীতে ৪৮০ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছেন।

‘বি’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েব সাইট (www.jnu.ac.bd ev www.result.jnu.ac.bd)-এ পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, ‘ই’ ইউনিটের পারফরমেন্স টেস্ট সংক্রান্ত কার্যক্রম পরবর্তী সময়ে জানানো হবে।

/আরএআর/ এমএনএইচ/