জেএসসি ও জেডিসি পরীক্ষায় এবারও এগিয়ে মেয়েরা

জেএসসি ও জেডিসি পরীক্ষায় চলতি বছর এবং গতবছর অংশ নেওয়া এবং গড় পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরাই এগিয়ে রয়েছে। চলতি বছর ছেলেদের পাসের হারের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে শূন্য দশমিক ২৫ ভাগ। আর গতবছর পাসের হারে মেয়েরা এগিয়ে ছিল শূন্য দশমিক ১৮ ভাগ। এছাড়া, চলতি বছরে পরীক্ষায় ছেলেদের চেয়ে ১ লাখ ৪৬ হাজার ১৩৭ জন মেয়ে বেশি অংশ নেয়। আগের বছরও ১ লাখ ৫০ হাজার ৬৯৭ জন মেয়েরা বেশি অংশ নিয়েছিলো। শিক্ষা মন্ত্রণালয়ের দুই বছরের ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

ফল প্রকাশের পর ছাত্রীদের উচ্ছ্বাসমন্ত্রণালয়ের দেওয়া তথ্যে জানা যায়, এ বছর পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৪ লাখ ৯ হাজার ৭৫০জন, এর মধ্যে অংশ নেয় ২৩ লাখ ৪৬ হাজার ৯৫৯ জন। অনুপস্থিত ছিল ৬২ হাজার ৭৯১ জন। অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছে ২১ লাখ ৮৩ হাজার ৯৭৫জন।

ছাত্রদের মধ্যে পরীক্ষায় অনুপস্থিত ২৭ হাজার ৪৩৩ জন। ছাত্রী অনুপস্থিত ছিল ৩৫ হাজার ৩৫৮জন। পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রের মধ্যে পাস করেছে ১০ লাখ ১৮ হাজার ৯১৯ জন। ছাত্রদের পাসের হার ৯২ দশমিক ৯২ ভাগ। আর ছাত্রী পাস করেছে ১১ লাখ ৬৫ হাজার ৫৬ জন, পাসের হার ৯৩ দশমিক ১৭ ভাগ। ছেলেদের চেয়ে মেয়েরা পাসের হারে এগিয়ে রয়েছে শূন্য দশমিক ২৫ ভাগ।

আগের বছর ২০১৫ সালে মোট অংশ নেওয়া পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২২ লাখ ৭২ হাজার ২৮৯ জন। এর মধ্যে ছাত্র ১০ লাখ ৬০ হাজার ৭৯৬ জন। পাসের হার ছিল ৯২ দশমিক ২৪ ভাগ। ছাত্রী ১২ লাখ ১১ হাজার ৪৯৩জন, পাসের হার ছিল ৯২ দশমিক ৪২ভাগ। এক্ষেত্রে ১ লাখ ৫০ হাজার ৬৯৭ জন ছাত্রী বেশি অংশ নিয়েছিল। পাসের হারেও মেয়েরা এগিয়ে ছিল শূন্য দশমিক ১৮ ভাগ।

এবছর মোট জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬ হাজার ৩৪৫জন। ছাত্রী ১ লাখ ৪১ হাজার ২৪৩জন। এ ক্ষেত্রে মেয়েরা বেশি জিপিএ পায় ৩৪ হাজার ৮৯৮জন। আগের বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৯৬ হাজার ২৬৩ জন। এর মধ্যে ছাত্র ৮৪ হাজার ৯৬০ জন। ছাত্রী ১ লাখ ১১ হাজার ৩০৩ জন।

/এসএমএ/এমও/