বেসরকারি বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং: নর্থ সাউথের অভিনন্দন

বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের যৌথ উদ্যোগে পরিচালিত দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংকে অভিনন্দন ও স্বাগত জানিয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। তবে গবেষণা প্রতিষ্ঠান ওআরজি কোয়েস্ট রিসার্চ লিমিটেডের করা এই র‌্যাংকিংয়ের কিছু জায়গায় অসঙ্গতি রয়েছে বলেও মনে করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে ডাকা এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব কথা জানায়।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনসংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, ‘বিশ্বব্যাপী এখন বিশ্ববিদ্যালয়গুলোর ওপর র‌্যাংকিং করা হচ্ছে। আগে এমনটি ছিল না। কিন্তু কোনও শিক্ষার্থী কোন বিশ্ববিদ্যালয়ে পড়বে এর প্রয়োজনীয়তা উপলব্ধির পর থেকেই বাংলাদেশের বাইরে অনেক বড় বড় র‌্যাংকিং প্রতিষ্ঠান গড়ে ওঠেছিল। সম্প্রতি বাংলাদেশে ওআরজি কোয়েস্ট একটি র‌্যাংকিং প্রকাশ করেছে। তাদের এমন উদ্যোগকে অবশ্যই স্বাগত ও অভিনন্দন জানাই।’

তিনি বলেন, ‘এই র‌্যাংকিংয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় আমাদের চেয়ে এগিয়ে রয়েছে। তাদেরও আমরা অভিনন্দন জানাই। ব্র্যাকের সঙ্গেও আমাদের সম্পর্ক বেশ ভালো এবং বন্ধুত্বপূর্ণ। তবে র‌্যাংকিংয়ের পদ্ধতিগত কিছু বিষয় নিয়ে আমাদের চোখে অসঙ্গতি ধরা পড়েছে। যার জন্য সম্পূর্ণ দায় গবেষণা প্রতিষ্ঠানের। তবে প্রতিবছরই যে একইরকম ফলাফল আসবে তা নয়। আগামী বছরে হয়ত অন্যরকম আসবে। আশা করি আগামীতে আরও ভালোভাবে র‌্যাংকিং করবে প্রতিষ্ঠানটি।’

ওআরজি কোয়েস্টের র‌্যাংকিংয়ের অসঙ্গতির বিষয়ে তিনি বলেন, ‘প্রতিষ্ঠানটি ইউজিসির ২০১৪ সালের ডাটা ব্যবহার করেছেন। কিন্তু সেটা তো আজ থেকে তিন বছর আগের। তাছাড়া ২০১৪ সালের তুলনায় বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান অনেক ভালো।’

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা ইউজিসিকে সব সময় সঠিক তথ্য দিয়ে থাকি। এমনকি ওআরজি কোয়েস্ট যদি আমাদের কাছে বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং করার আগে তথ্য চেয়ে চিঠি দিতো অথবা সরাসরি এসে যোগাযোগ করতো তাহলে আমরা আমাদের সব সঠিক তথ্য সরবরাহ করতাম।’

এর আগে সংবাদ সম্মেলনের প্রথমেই র‌্যাংকিং গবেষণাটিতে কিছু ত্রুটি রয়েছে দাবি করে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়টির গ্রাজুয়েট স্ট্র্যাটেজির পরিচালক অধ্যাপক শরিফ নুরুল আহকাম। প্রধান জনসংযোগ কর্মকর্তা ও পরিচালক বেলাল আহমেদের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আশরাফ, বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক মাহবুব, মানবিক অনুষদের ডিন অধ্যাপক রব এবং বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক শাহজাহান।