প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন তিন শিক্ষার্থী

স্বর্ণ পদকসর্বোচ্চ নম্বর পাওয়ায় প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। সোমবার (২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত এক চিঠিতে তিন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক ও সনদ প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী দ্বীপান্বিতা বাড়ৈ ও নীলিমা ইয়াসমিন এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইসরাত জাহান মিলি পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক। তারা নিজ নিজ বিভাগে সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৫ জুলাই প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে এই তিন শিক্ষার্থীকে স্বর্ণপদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাদের প্রধানমন্ত্রীর স্বর্ণপদক দেওয়া হবে। যারা ভালো ফল করছেন তাদের মূল্যায়ন করছে সরকার।’