শুক্রবার থেকে ঢাবি অধিভুক্ত সাত কলেজে ভর্তি পরীক্ষা শুরু

ঢাবি অধিভুক্ত সাত কলেজঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার (৯ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। প্রথম দিন হবে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা।

বিজ্ঞান ইউনিটের সমন্বয়কারী এবং বিজ্ঞান অনুষদের ডিন জানিয়েছেন, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৯ নভেম্বর বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। 

বুধবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

ভর্তি পরীক্ষা মোট ১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ড. শহীদুল্লাহ কলেজ, গার্হস্থ্য অর্থনীতি করেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ এবং লালবাগ সরকারি মডেল স্কুল ও কলেজ। বিজ্ঞান ইউনিটে ৬ হাজার ৫০০ আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩১,৮০৪জন।

প্রসঙ্গত,  কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর  শনিবার  এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ নভেম্বর ২০১৮ শুক্রবার অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্য  www.7college.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।