ঢাকা রেসিডেন্সিয়াল মডেলে পাসের হার ৯৯.৭৮ শতাংশ

রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরাএইচএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকা বোর্ডে পাসের হার ৭১.০৯ শতাংশ। এর মধ্যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে ৯৯.৭৮ শতাংশ পাস করেছে। কলেজটি থেকে পরীক্ষা দেওয়ার ৯২৭ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯২৫ জন। অকৃতকার্য হওয়া দুই শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। 

কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে,বিজ্ঞান বিভাগের ৭৬৫ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৬৪ জন। ব্যবসায় শিক্ষায় ৭০ জন অংশ নিয়ে শতভাগ পাস করেছে। আর মানবিক থেকে ৯২ জন পরীক্ষা দিয়ে পাস করছে ৯১ জন।

রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, ‘আজ আমাদের জীবনের একটি আনন্দের দিন। আমরা সবাই ভালো করেছি। এজন্য আমাদের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের যথেষ্ট ভূমিকা রয়েছে।’

কলেজ অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীস ফরহাদ বলেন, ‘আমাদের এ প্রশংসনীয় সাফল্য অর্জনের মূলে রয়েছে কলেজের অভিজ্ঞ ও দূরদৃষ্টি সম্পন্ন বোর্ড অব গভর্নরস’র সঠিক দিক নির্দেশনা ও কলেজ শিক্ষকদের নিরলস চেষ্টা। এছাড়া শিক্ষকরা আন্তরিকতা ও উন্নত পাঠদান, অভিভাবকদের সচেতনতা ও প্রচেষ্টা এ সাফল্যের নেপথ্যে বিশেষ ভূমিকা পালন করেছে।’ 

আরও পড়ুন:

মোবাইলে ফল জানা যাবে যেভাবে

 

বেড়েছে পাসের হার ও জিপিএ-৫