উপাচার্যের অপসারণ চান জাবির ৬শ’ সাবেক শিক্ষার্থী



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ফারজানা ইসলামকে দায়িত্ব থেকে অপসারণের দাবিতে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক ৬শ’ ৩৮ শিক্ষার্থী। আতিয়া ফেরদৌসি চৈতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়,৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও ভিসিপন্থী শিক্ষকদের দিয়ে যে ন্যাক্কারজনক হামলা চালানো হলো তার ফলে উপাচার্য ফারজানা ইসলাম তার পদে থাকার সব ধরনের নৈতিক ও আইনগত যোগ্যতা হারিয়েছেন।

সাবেক শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের গর্বের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদেরই শিক্ষকদের পিটিয়ে রাস্তায় ফেলে দেওয়া হবে, এটা আমরা কিছুতেই বরদাশত করতে পারি না। যে উপাচার্যকে নিয়ে দুর্নীতির এত অভিযোগ, ক্ষমতার অপব্যবহারের এত অভিযোগ, সুষ্ঠু তদন্তের স্বার্থে আমরা সেই ভিসিকে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানাই।’

বিবৃতি প্রসঙ্গে উদ্যোক্তারা জানান, প্রত্যেক ব্যাচের যাদের সঙ্গে অনলাইনে-অফলাইনে যোগাযোগ আছে, তাদের স্বাক্ষর গ্রহণের সম্মতি নিয়ে বিবৃতি পাঠানো হয়েছে।