অ্যাসাইনমেন্টের নামে ৫০০ টাকা করে আদায়, তদন্তের নির্দেশ

অ্যাসাইনমেন্টের নামে শিক্ষার্থী প্রতি ৫০০ টাকা করে আদায়ের ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আদায় করা টাকা ফেরতের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর বরগুনা জেলা শিক্ষা অফিসারকে এ নির্দেশ দিয়েছে।

অধিদফতরের অফিস আদেশ বলা হয়, বরগুনা জেলার আমতলী উপজেলার কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ অ্যাসাইনমেন্টের নামে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৫০০ টাকা করে আদায় করেছে। এ প্রেক্ষিতে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য জেলা শিক্ষা অফিসারকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হলো।

আগামী দুই কর্মদিবসের মধ্যে তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য অনুরোধ করা হলো। ইতোমধ্যে বিধিবহির্ভূত টাকা আদায় করে থাকলে সংশ্লিষ্টদের দ্রুত ফেরত দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো।