করোনার ছুটিতে শুরু হচ্ছে ডিপিএড পরীক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির মধ্যেই আগামী ২২ ফেব্রুয়ারি থেকে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) একযোগে শুরু হচ্ছে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) চূড়ান্ত লিখিত পরীক্ষা। এই পরীক্ষা চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত।

পরীক্ষার সময়সূচিতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি অনুসরণ করে দেশের ৬৭টি পিটিআইয়ে চূড়ান্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন এ পরীক্ষা নেওয়া হবে।

গত ১০ ফেব্রুয়ারি স্বাক্ষরিত পরীক্ষার সময় সূচি অনুযায়ী প্রথম শিফট ও ডাবল শিফটের প্রথম শিফটের প্রশিক্ষণার্থীদের প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১টা এবং ডাবল শিফটের দ্বিতীয় শিফটের পরীক্ষার্থীদের প্রতিদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে সূচি অনুযায়ী প্রশিক্ষণার্থীদের শুধু পেশাগত শিক্ষা (প্রথম ও খণ্ড) বিষয়ের পরীক্ষার সময় দেড় ঘণ্টা।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে গত বছরের ডিসেম্বরে এ পরীক্ষা নেওয়ার কথা থাকলেও যথাসময়ে তা সম্ভব হয়নি।