সহকারী গ্রন্থাগারিকরা পাচ্ছেন সহকারী শিক্ষকের মর্যাদা

মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক কলেজে কর্মরত ‘সহকারী গ্রন্থাগারিক’ কাম ‘ক্যাটালগার’রা সহকারী শিক্ষকের মর্যাদা পাচ্ছেন। এমন বিধান রেখে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১’ জারি করেছে সরকার।

আর স্নাতক (পাস) কলেজে ‘গ্রন্থাগরিক’ হিসেবে যারা কর্মরত আছেন তাদের পদবি ‘গ্রন্থাগার প্রভাষক’ হিসেবে পরিবর্তিত হবে। তবে বেতন-ভাতাদি ও সুযোগ সুবিধা এবং বেতন স্কেল আগের মতোই বহাল থাকবে।