অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল উপদেষ্টা পরিষদে গিয়ে মৃত হয়ে গেছেন বলে মন্তব্য করে তার বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল করেছে বাংলাদেশ রিপাবলিক পার্টি।
শনিবার (৫ জুলাই) জুলাই গণহত্যার বিচারকার্যে স্থবিরতার প্রতিবাদে শাহবাগে এ প্রতীকী কফিন মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সমাবেশ বাংলাদেশ রিপাবলিক পার্টির সভাপতি মেজর (অব.) মেহেদী হাসান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের এক বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনও দৃশ্যমান বিচার হয়নি। আমার ভাইয়েরা কবরে শুয়ে আছে, অথচ খুনিরা এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে।’
তিনি বলেন, ‘আইন উপদেষ্টা আসিফ নজরুল উপদেষ্টা পরিষদে গিয়ে মৃত হয়ে গেছেন। আমরা মৃত আসিফ নজরুলকে চাই না, আমরা জুলাইয়ের আসিফ নজরুলকে চাই।’
দলটির সাধারণ সম্পাদক মেজর (অব.) রাজিব বলেন, ‘যে শহীদদের রক্তের ওপর এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তারা সে শহীদদের রক্তের কোনও দাম দিচ্ছেন না। খুনিদের বিচার নিশ্চিতে তাদের কোনও কার্যক্রম দেখা যাচ্ছে না। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই।’