রাজধানী ঢাকায় শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আয়োজনে অংশ নেওয়া হাজারো ভক্ত ও দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃপক্ষের নেওয়া নিরাপত্তা ব্যবস্থা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) বেলা ৩টা থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি পলাশী, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট মাজার, কদম ফোয়ারা, প্রেস ক্লাব, পল্টন মোড়, বায়তুল মোকাররম উত্তর গেট, দৈনিক বাংলা মোড়, শাপলা চত্বর, ইত্তেফাক মোড়, জয়কালী মন্দির মোড় হয়ে স্বামীবাগস্থ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরে গিয়ে শেষ হয়।
পুরো রুটজুড়ে নিরাপত্তার দায়িত্বে ছিল বিপুল সংখ্যক পুলিশ সদস্য। শোভাযাত্রা চলাকালে কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ডিএমপি।
এর আগে, গত ২৭ জুন মূল রথযাত্রার মাধ্যমে শুরু হয় এ উৎসব। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত এ উৎসব উপলক্ষে রাজধানীর বিভিন্ন মন্দিরে ৯ দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান, ভক্তিগীতিনৃত্য, প্রসাদ বিতরণসহ নানা আয়োজন করা হয়।
রথযাত্রা উপলক্ষে ডিএমপি কর্তৃপক্ষ পুরো উৎসবময় সময়জুড়ে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা সুসংগঠিত করে। নিরাপত্তা পরিকল্পনায় ছিল—সিসিটিভি মনিটরিং, পোশাকধারী ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জরুরি সহায়তার জন্য পৃথক দল প্রস্তুত রাখা।
সনাতন ধর্মাবলম্বীদের এই বৃহৎ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন হওয়ায় ডিএমপির প্রশংসা করেছে সংশ্লিষ্ট সংগঠনগুলো ও ধর্মীয় সম্প্রদায়ের নেতারা।