ইএফটিতে অন্তর্ভুক্ত না হলে বেতন-ভাতা হবে ম্যানুয়ালি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে যারা ইএফটিতে (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) অন্তর্ভুক্ত হতে পারেনি তাদের বেতন-ভাতা ও বোনাস ম্যানুয়ালি দেওয়া হবে। বুধবার (৫ মে) প্রাথমিক শিক্ষা অধিদফতরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মো. ইফতেখার হোসেন ভুঁইয়া এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন।

অফিস আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষক ইএফটিতে অন্তর্ভুক্ত হননি, তাদের ম্যানুয়ালি বেতন ও উৎসব ভাতা দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে। এমতাবস্থায় ইএফটিতে অন্তর্ভুক্ত না হওয়া শিক্ষকদের বেতন ও ঈদ বোনাস ম্যানুয়ালি পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

অফিস আদেশে আরও জানানো হয় বুধবার (৫ মে) মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের প্রতিনিধি, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের প্রাথমিক শিক্ষা বিভাগের সকল বিভাগীয় পরিচালকের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আদেশে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা/থানা শিক্ষা অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।