X
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
৯ আষাঢ় ১৪৩২

প্রাথমিক ও গণশিক্ষা উন্নয়ন কর্মসূচির অর্থ ব্যয় নিয়ে সংশয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৪, ২০:০৪আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ২০:০৪

প্রাথমিক ও গণশিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) চার বছর ৯ মাসে লক্ষ্যমাত্রার অর্ধেক অর্থ ব্যয় করতে পেরেছে। প্রকল্পটির মেয়াদ বাকি রয়েছে আর এক বছর তিন মাস। এ সময়ে প্রকল্পের বাকি অর্ধেক অর্থ ব্যয় নিয়ে সংশয় রয়েছে। অবশ্য জটিলতা কাটিয়ে নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ বাস্তবায়নে প্রচেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। আগের বৈঠকে কমিটির সদস্য এইচ এম বদিউজ্জমান (সোহাগ) পিইপিডিপি-৪ বাস্তবায়ন কার্যক্রমে ধীর গতির প্রসঙ্গ তোলেন। পিইডিপি-৪ বাস্তবায়ন অনেক পিছিয়ে রয়েছে উল্লেখ করে তিনি প্রকল্পের গতি বাড়ানোর ওপর জোর দেন। পরে বিষয়টি কমিটি সুপারিশ আকারে নিয়ে আসে। রবিবারের বৈঠকে এর অগ্রগতি প্রতিবেদন দেওয়া জয়। এতে বলা হয়, পিইডিপি-৪ প্রকল্পের মেয়াদ জুলাই ২০১৮ থেকে জুন ২০২৫ পর্যন্ত। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৩৮ হাজার ২৯১ কোটি ৪৯ লাখ টাকা। এর মধ্যে মার্চ ২০২৪ পর্যন্ত ব্যয় হয়েছে ১৮ হাজার ৫৩৭ কোটি ৬ লাখ টাকা (৪৯.৪ শতাংশ)। চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে ৬ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দের বিপরীতে খরচ হয়েছে ৩ হাজার ৬০৩ কোটি ৩০ লাখ টাকা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নির্দেশনা এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের তত্ত্বাবধানে জটিলতা নিরসন করে পিইডিপি-৪ এর কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ বাস্তবায়ন দ্রুততার সঙ্গে সম্পন্ন করার প্রচেষ্টা চলমান আছে বলে প্রতিবেদনে জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, পিইডিপি-৪সহ বিভিন্ন প্রকল্পের আওতায় দেশের ২৪ হাজার ৫৮৯টি প্রাথমিক বিদ্যালয়ের এক লাখ ৯ হাজার ৯৮১টি শ্রেণিকক্ষ নির্মাণের দরপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে ৭৫ হাজার ৪০৪টি শ্রেণিক্ষ নির্মাণ শেষ হয়েছে। ১৯ হাজার ৯৫২টি নির্মাণ কাজ চলমান রয়েছে।

বৈঠকে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার, মুজিব কর্নার, খেলার মাঠ এবং সীমানা প্রাচীর নির্মাণে সংশ্লিষ্ট সবাই সহযোগিতা করার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। দেশের প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান বা নির্মাণাধীন ভবন পরিদর্শন করার জন্য কমিটির সদস্য এস. এম. শাহজাদাকে আহ্বায়ক করে এইচ.এম.বদিউজ্জামান, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এবং গোলাম সরোয়ার টুকু এর সমন্বয়ে একটি সাব-কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি মো. আফতাব উদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী, আহমেদ ফিরোজ কবির, এস. এম. শাহজাদা, এইচ. এম. বদিউজ্জামান, নিলুফার আনজুম, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, গোলাম সরোয়ার টুকু এবং ফারজানা সুমি  অংশগ্রহণ করেন।

/ইএইচএস/ এপিএইচ/
সম্পর্কিত
দাবি আদায়ে প্রাথমিক শিক্ষকদের ঐক্যের আহ্বান
প্রাথমিক শিক্ষার ঘাটতি কখনও পূরণ হয় না: ডা. বিধান রঞ্জন
টাইম স্কেল জটিলতামৃত্যুর পরও মিলছে না পাওনা, বিপাকে হাজারো শিক্ষক পরিবার
সর্বশেষ খবর
সাবেক সিইসিকে হেনস্তার ঘটনায় ব্লাস্টের উদ্বেগ
সাবেক সিইসিকে হেনস্তার ঘটনায় ব্লাস্টের উদ্বেগ
আইএমএফের ১৩০ কোটি ডলার একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ, ২৬ জুন রিজার্ভে জমা
আইএমএফের ১৩০ কোটি ডলার একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ, ২৬ জুন রিজার্ভে জমা
বগুড়ায় বিএনপির কার্যালয়ে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার
বগুড়ায় বিএনপির কার্যালয়ে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার
মব সৃষ্টিকারীরা কারা!
সাবেক সিইসি নুরুল হুদাকে হেনস্তামব সৃষ্টিকারীরা কারা!
সর্বাধিক পঠিত
দেশের সম্ভাবনাময় পর্যটন ব্যবসায় অশনিসংকেত
দেশের সম্ভাবনাময় পর্যটন ব্যবসায় অশনিসংকেত
৫ আগস্টের পর ক্ষমতার বিরোধে দুই বন্ধু হয়ে গেলেন শত্রু, ঘটে গেলো জোড়া খুন
৫ আগস্টের পর ক্ষমতার বিরোধে দুই বন্ধু হয়ে গেলেন শত্রু, ঘটে গেলো জোড়া খুন
ইলেকট্রনিক্স ব্যবসায় মন্দা, নেপথ্যের কারণ কী
ইলেকট্রনিক্স ব্যবসায় মন্দা, নেপথ্যের কারণ কী
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট চলাচল নিষিদ্ধ
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট চলাচল নিষিদ্ধ
এটা শুধু সিনেমা নয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র: শাকিব খান
এটা শুধু সিনেমা নয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র: শাকিব খান