X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

শিশু মৃত্যু রোধে সাঁতার প্রশিক্ষণে ৮ হাজার সেন্টার করা হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৪, ২২:০৫আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ২২:০৫

পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে সাঁতার প্রশিক্ষণে দেশের ৪৫ জেলায় ৮ হাজার সেন্টার করা হচ্ছে। এতে ৩ লাখ ৭ হাজার শিশুকে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হবে। বর্তমানে ১৭টি উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন হবে।

বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০২৪ উপলক্ষে ‘টেকসই শান্তির জন্য শিক্ষা’ শীর্ষক মতবিনিময় সভায় এ তথ্য জানান নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।

মতবিনিময় অনুষ্ঠানে সভা প্রধানের বক্তব্য রাখেন ড. কাজী খলীকুজ্জামান আহমদ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন এবং সঞ্চলনা করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।

প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেন, আপনাদের জন্য একটি শুভ সংবাদ, আজ আমি যে ফাইল সই করে এসেছি, সেটা হলো ৮ হাজার সেন্টার করা হচ্ছে। এর মাধ্যমে প্রায় ৩ লাখ ৭ হাজার শিশুকে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হবে। দেশের ৪৫টি উপজেলায় কেন্দ্র হবে, এখন ১৭টি বাস্তবায়ন হবে। আমি চাইবো এটা সারা বাংলাদেশেই হোক। আমি মনে করি এতে মৃত্যুটাও রোধ করা যাবে।

এর আগে শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী বলেন, এখানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী আছেন, বাংলাদেশে পানিতে ঢুবে শিশু মৃত্যুর হার অনেক বেশি। বিশ্বের মৃত্যুর হারে সেরা পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ একটি। প্রতিদিন প্রায় ২০ জন প্রাক-প্রাথমিক শিক্ষার্থী মারা যায়। ডায়রিয়াতেও এতো মারা যায় না। পানিতে ডুবে মারা যায় এটা গ্রহণযোগ্য না। 

মতবিনিময় সভায় অংশ নেওয়া নেত্রকোনার পূর্বধলা উপজেলার মো. রফিকুল ইসলাম বলেন, আমি একটি গবেষণায় পেয়েছি, বাংলাদেশে প্রতিদিন ৫০ জন লোক পানিতে ডুবে মারা যায়। এর মধ্যে ৫ বছরের নিচে প্রতিদিন ৩০ শিশু মারা যায়। আমি ভুক্তভোগী পরিবারের একজন।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’
মিরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নারী নিহত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা