তদন্ত কমিটির মুখোমুখি রাবির বিদায়ী উপাচার্য

শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৪১ এডহক নিয়োগের ঘটনায় তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন বিদায়ী উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

শনিবার (৮ মে) বিকেল তিনটার দিকে উপাচার্যের দফতরে শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির মুখোমুখি হন তিনি। এ প্রতিবেদন লেখার সময় ৪টা পর্যন্ত উপাচার্য দফতরে জিজ্ঞাসাবাদ চলছে।

এর গত ৫ মে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগের নিষেধাজ্ঞা অমান্য করে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ১৪১ জনকে এডহক নিয়োগ দেন। ওদিনই শিক্ষা মন্ত্রণালয় এই নিয়োগকে অবৈধ উল্লেখ করে একটি তদন্ত কমিটি গঠন করে। এতে ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরকে আহ্বায়ক করা হয়।

এছাড়া ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. জাকির হোসেন আখন্দকে সদস্য করা হয় এবং সদস্য সচিব করা হয় ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানকে।

শনিবার পৌনে ১১টার দিকে ইউজিসির সদস্য মুহাম্মদ আলমগীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন চার সদস্যের তদন্ত কমিটি। কমিটির সদস্যরা ভারপ্রাপ্ত উপাচার্য (রুটিন দায়িত্বে) অধ্যাপক আনন্দ কুমার সাহার দফতরে উপাচার্য ও রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক করেন।

পরে তদন্ত কমিটির তলবে বিকেল তিনটার দিকে উপাচার্যের দফতরে আসেন সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

জানতে চাইলে রেজিস্ট্রার আব্দুস সালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তদন্ত কমিটি এসেছে। এখন তদন্ত কার্যক্রম চলছে।’

আরও পড়ুন

গণহারে নিয়োগ দিয়ে ক্যাম্পাস ছাড়লেন রাবি উপাচার্য

‘রাবির ১৪১ জনের নিয়োগ বাতিলের সুযোগ নেই’