শিক্ষক প্রশিক্ষণে প্রাক-প্রাথমিকের মডিউল যুক্ত হচ্ছে

প্রাক-প্রাথমিকের শিক্ষকদের দক্ষভাবে গড়ে তুলতে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে পরিচালিত শিক্ষক প্রশিক্ষণ সার্টিফিকেট কোর্স-কারিকুলামে প্রাক-প্রাথমিকের পাঠদান মডিউল অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালককে এ সংক্রান্ত চিঠি দেওয়া হবে।

২০১৫ সালের ১৮ মার্চ নিরক্ষরতা দূরীকরণে জাতীয় টাস্কফোর্স সংক্রান্ত কমিটির অনুষ্ঠিত প্রথম বৈঠকের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিশুদের শিখনফল অর্জনের লক্ষ্য পূরণে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) সিইন-এড ডিপিএড কারিকুলামে যুযোপযোগী মডিউল অন্তর্ভুক্ত করা হবে। ডিপিএড কোর্সকে ঢেলে সাজানো হচ্ছে। দক্ষ শিক্ষক তৈরি করতেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

গত জুনে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অনুষ্ঠিত সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, ২০১৫ সালে প্রধানমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনের সময় যে নির্দেশনা দিয়েছিলেন সেই আলোকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাসিক সমন্বয় সভায় প্রতিটি বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষকের পদায়নের বিষয়ে আলোচনা করা হয়। এতে উঠে আসে- সাত হাজার ৭৪৬টি বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক প্রশিক্ষণপ্রাপ্ত কোনও শিক্ষক কর্মরত নেই। 

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, প্রত্যেক শিক্ষকের প্রাক-প্রাথমিক প্রশিক্ষণ নিশ্চিত করতে প্রশিক্ষণ কারিকুলামে পাঠদানের বিষয়ে মডিউল অন্তর্ভুক্ত করতে হবে।

প্রসঙ্গত, সারাদেশের বিভিন্ন প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) মাধ্যমে শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন করে নেপ। সার্টিফিকেট ইন এডুকেশন (সিইএড) এবং ডিপ্লোম ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রশিক্ষণার্থী শিক্ষকদের সিইনএড/ডিপিএড প্রশিক্ষণ কোর্সের সনদ দেয় ডিপিএড বোর্ড।

উল্লেখ্য, সারাদেশে এখন ১৬৭টি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) রয়েছে।