ম্যানেজিং কমিটির সভাপতি পঞ্চম শ্রেণি পাস

তথ্য গোপন করে স্নাতক পাস দেখিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রুশদী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে পঞ্চম শ্রেণি পাস এক ব্যক্তিকে।  এই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডের জারি করা পত্রে জানানো হয়, বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বিষয়টি নিয়ে শিক্ষা বোর্ডে অভিযোগ করেছেন গত ২৮ জুলাই।  শিক্ষা বোর্ড ওইদিনই প্রধান শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শাতে পত্র জারি করে।  

সোমবার (২ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের জারি করা ওই পত্রটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

অফিস আদেশে জানানো হয়,মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রুশদী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়ন এবং অনুমোদনের জন্য আওলাদ হোসেনকে স্নাতক পাস দেখিয়ে তার নাম তালিকার ১ নম্বরে দেওয়া হয়। প্রকৃতপক্ষে ওই ব্যক্তি পঞ্চম শ্রেণি পাস এবং একাধিক মামলার আসামি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বোর্ডকে বিষয়টি অবহিত করেছেন।

অফিস আদেশে আরও জানানো হয়, সভাপতি মনোনয়নের জন্য দাখিল করা তালিকায় মিথ্যা শিক্ষাগত যোগ্যতা এবং মামলার তথ্য গোপন করে তার বিরুদ্ধে কোনও মামলা মোকদ্দমা নেই মর্মে অঙ্গীকারনামা দেওয়া হয়েছে।

জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে বোর্ডে আবেদন করায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না হবে না, তা পত্র জারির সাত দিনের মধ্যে জানাতে নির্দেশ দেয় ঢাকা শিক্ষা বোর্ড।