স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করাসহ ৫ দফা দাবি জানিয়েছে স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ। রবিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানান পরিষদের মহাসচিব মো. তাজুল ইসলাম ফরাজী। দাবি আদায় না হলে আগামী ৪ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করার ঘোষণা দেওয়া হয়।
তারা বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির জন্য প্রধানমন্ত্রীর অনুমোদিত প্রায় ৩১১ কোটি টাকা বরাদ্দ বাস্তবায়নসহ ডাটা এন্ট্রিকৃত ৭৪৫৩টি মাদ্রাসার জন্য প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে চলতি অর্থ বছরে এমপিওভুক্ত করতে হবে।

তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে- চলতি অর্থ বছরে প্রধানমন্ত্রীর অনুমোদিত ৩১১ কোটি টাকা বাস্তবায়নসহ ডাটাবেজভুক্ত ৭ হাজার ৪৫৩টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া; আর্থিক কারণে ঝরে পরা রোধ করতে অতিদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য বিশেষ ভিত্তিসহ প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার্থীদের দুপুরের খাবার এবং পোশাকের জন্য অর্থ বরাদ্দ প্রদান; প্রাইমারি স্কুলের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ভৌত অবকাঠামো উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ প্রদান করা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক পাঠদান অনুমতিপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় কোড নাম্বার প্রদান সহ স্থায়ী রেজিস্ট্রেশন প্রদান করা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি এস এম জয়নুল আবেদীন জেহানী, সাধারণ সম্পাদক ও বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট এর সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, স্বাধীনতা শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাইদুর রহমান পান্না, অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ মমতাজ উদ্দিন মর্তুজা প্রমুখ।