প্রযুক্তি শিক্ষার উন্নয়নে সিঙ্গাপুরের সঙ্গে সমঝোতা

দেশের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব টেকনিক্যাল এডুকেশনের (আইটিই) সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে কারিগরি শিক্ষা অধিদফতর ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে প্রযুক্তিগত শিক্ষা উন্নয়নে পাঁচ বছর মেয়াদি এই সমঝোতা স্মারক সই করেন তিন প্রতিষ্ঠানের প্রধানরা। 

যৌথ এই সমঝোতা স্বারকে বাংলাদেশ সরকারের পক্ষে কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. মো. হেলাল উদ্দিন ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান  মো. আব্দুল্লাহ আল মাহমুদ জামান এবং সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব টেকনিক্যাল এডুকেশন (আইটি) সার্ভিসের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রুস পো  সমঝোতা স্মারকে সই করেন। এ সময় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকে পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে কারিগরি শিক্ষা খাতের উৎকর্ষ সাধনে কার্যকর সামষ্টিক নেতৃত্ব কাঠামো সৃষ্টি করা হবে। সমঝোতা চুক্তি অনুযায়ী, দেশের চারটি কারিগরি স্কুল ও কলেজের মানোন্নয়ন করা হবে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক। বাংলাদেশ ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (এনটিভিকিউএফ) বাস্তবায়নে সহায়তা করবে এই সমঝোতা চুক্তি। এছাড়া কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণে নিয়োজিত প্রশিক্ষকদের পেডাগোজি সংক্রান্ত প্রশিক্ষণ ও সনদায়নসহ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (টিভিইটি) শিক্ষাক্রম উন্নয়ন এবং এ খাতের সংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধি ও নেতৃত্ব সৃষ্টি হবে। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে তিনটি প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে কারিগরি শিক্ষা অধিদফতর ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিঙ্গাপুরের আইটিই  সার্ভিসের নির্বাহী কর্মকর্তা লিম বুন টং সংযুক্ত ছিলেন।