X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

২২ বছর ধরে পদন্নোতি নেই, অভিযোগ কারিগরি শিক্ষকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২২, ১৭:৫৭আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১৮:৩৮

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে পদোন্নতি, সিলেকশন গ্রেড ও টাইমস্কেল প্রদানের দাবি জানিয়েছেন টেকনিক্যাল স্কুল ও কলেজে (টিএসসি) কর্মরত শিক্ষকরা। তাদের অভিযোগ, ‘প্রায় ২২-২৩ বছর একই পদে কর্মরত থাকার পরও কোনও পদোন্নতি দেওয়া হয়নি। আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই টেকনিক্যাল শিক্ষা চলছে ধীর গতিতে।’

শুক্রবার (৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ‘বাংলাদেশ টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতি’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষক সমিতি'র সাধারণ সম্পাদক আ স ম আহছান উল্লাহ্ বলেন, ‘অত্যন্ত দুঃখের বিষয়, টেকনিক্যাল স্কুল ও কলেজে কর্মরত শিক্ষকদের ২২-২৩ বছর একই পদে কর্মরত থাকার পরও কোনও সিলেকশন গ্রেড ও টাইমস্কেল প্রদান করা হয়নি। এতে করে দেশের কারিগরি শিক্ষা প্রদানকারী শিক্ষকরা হতাশার মধ্যে রয়েছেন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।'

তিনি বলেন, 'নিয়োগ বিধি-২০২০ এবং সরকারি চাকরি আইন এর বিধি ৮(১) পদোন্নতির সকল শর্ত পূর্ণ থাকার পরও দেশ-বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শিক্ষকদের পদোন্নতি প্রদান করা হচ্ছে না। টেকনিক্যাল স্কুল ও কলেজে কর্মরত শিক্ষকরা দীর্ঘ ২২-২৩ বছর চাকরি জীবন অতিবাহিত করায় তাদের মূলবেতন পদোন্নতির পর প্রাপ্য বেতন তুলনায় বেশি। এতে এই শিক্ষকদের পদোন্নতি প্রদান করা হলে সরকারের আর্থিক ব্যয় বৃদ্ধি পাবে না। এতে টিএসসিতে কর্মরত শিক্ষকরা সামাজিক মর্যাদা বৃদ্ধির পাশাপাশি কারিগরি শিক্ষা কার্যক্রম পরিচালনায় তাদের কর্মস্পৃহা বৃদ্ধি পাবে।'

শিক্ষকদের পদোন্নতি, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড এর দাবিতে বার বার কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালকে জানানো সত্ত্বেও দাবিগুলো বাস্তবায়নের কোনোরূপ দৃশ্যমান অগ্রগতি হচ্ছে না বলে আ স ম আহছান উল্লাহ্ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি সিদ্দিক আহমেদ, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. ফজলুর রহমান খান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যান্যরা।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
আন্দোলনের মধ্যেই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে বদলি
চলতি মাসেই কারিগরি শাখার শিক্ষকদের এমপিও দেওয়ার দাবি
সর্বশেষ খবর
গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার
গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
অধিনায়ক মুল্ডারের ডাবল সেঞ্চুরিতে প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার রেকর্ড রান
অধিনায়ক মুল্ডারের ডাবল সেঞ্চুরিতে প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার রেকর্ড রান
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, একজন আহত
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, একজন আহত
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে