নতুন জাতীয়করণ করা শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য পাঠানোর নির্দেশ

নতুন জাতীয়করণ করা শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। আগামী ১৬ নভেম্বর দুপুর ২টার মধ্যে আঞ্চলিক উপপরিচালকদের ই-মেইলে এ তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

সোমবার (১৫ নভেম্বর) অধিদফতরের মহাপরিচালক স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

আঞ্চলিক উপপরিচালকদের তার আওতাধীন উপজেলাগুলোর নতুন জাতীয়করণ করা (যে সকল প্রতিষ্ঠানে ইতোমধ্যে অ্যাডহক নিয়োগ সম্পন্ন হয়েছে) শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তথ্য নির্ধারিত ছকে পাঠানোর জন্য বলা হয়েছে।

নির্ধারিত ছক অনুযায়ী আগামী ১৬ নভেম্বর দুপুর ২টার মধ্যে ই-মেইলে (dd-sec@dshe.gov.bd) পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত ছকে অবশ্যই এক্সেল ফরম্যাটে ইংরেজিতে পাঠাতে হবে। প্রতিষ্ঠানের নাম, ইআইআইএন এবং প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বর নির্ধারিত ছকে উল্লেখ করতে হবে।