মাধ্যমিক শিক্ষার্থীদের ভর্তি নির্ধারিত সময়ে সম্পন্ন করার নির্দেশ

সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নির্ধারিত সময়ে সম্পন্ন করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট অধ্যক্ষ ও শিক্ষকদের মঙ্গলবার (২১ ডিসেম্বর) এই নির্দেশ দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. গোলাম ফারুক। 

ইতোমধ্যে মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

মাউশি’র চিঠিতে জানানো হয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ভর্তি নিতে হবে। এরপর অপেক্ষমাণ তালিকা থেকে ২৬ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যাবে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ডিজিটাল লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ২১ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করবে। এরপর অপেক্ষমাণ তালিকা থেকে ২৮ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ভর্তি নিতে হবে।

ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের (কোটাসহ) ভর্তির সময় সকল কাগজপত্রের সত্যতা যাচাই করতে চিঠিতে বলা হয়েছে।