এমপিওভুক্ত হলো যেসব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান

নতুন করে ২ হাজার ৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছে সরকার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতার ২ হাজার ৫১টি স্কুল ও কলেজ আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় ৬৬৫টি মাlদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হচ্ছে। বুধবার (৬ জুলাই) বিকেলে এসব প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়।

এর আগে দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এমপিও তালিকা প্রকাশের ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী জানান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাভুক্ত ৬৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার ঘোষণা দিচ্ছি। এর মধ্যে রয়েছে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল ৯৭টি, এসএসসি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলোজি ২০০টি, ডিপ্লোমা ইন এগ্রিকালচার ২টি, দাখিল মাদ্রাসা ২৬৪টি, আলিম মাদ্রাসা ৮৫টি, ফাজিল মাদ্রাসা ৬টি, কামিল মাদ্রাসা ১১টি।

দাখিল এমপিও লিস্ট দেখতে ক্লিক করুন এখানে

আলিম মাদ্রাসার তালিকা দেখতে ক্লিক করুন এখানে

ফাজিল মাদ্রাসার তলিকা এখানে

কামিল মাদ্রাসা দেখতে এখানে

এইচএসসি বিএম প্রতিষ্ঠানের তালিকা এখানে

এসএসসি ভোকেশনালের তালিকা এখানে

কৃষি ডিপ্লোমা তালিকা এখানে