যেসব বিবেচনায় এমপিও দেওয়া হয়েছে

অ্যাকাডেমিক স্বীকৃতি পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্যতা বাছাই করে সব যোগ্য প্রতিষ্ঠানকে এমপিও দেওয়া হয়েছে।  বুধবার (৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

নীতিমালার শর্ত তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, ২০২১ সালের নীতিমালা অনুযায়ী এমপিও প্রাপ্তির ক্ষেত্রে যারা শর্ত পূরণ করতে পেরেছে সেসব প্রতিষ্ঠানের সবগুলোই এমপিওভুক্ত করা হয়েছে।

শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় এমপিও

শিক্ষার্থী বিবেচনায় এমপিওভুক্তির শর্ত পূরণ করতে প্রয়োজন কাম্য শিক্ষার্থী। কাম্য শিক্ষার্থীর জন্য ২০ নম্বর। কাম্য শিক্ষার্থীর সংখ্যার পরবর্তী প্রতি ২০ শতাংশ বেশির জন্য ৫ নম্বর দেওয়া হয়েছে।  শিক্ষার্থীর ক্ষেত্রে মোট  নম্বর সর্বোচ্চ ৩০।

পরীক্ষার্থী বিবেচনায় এমপিও

কাম্য পরীক্ষার্থীর সংখ্যার ক্ষেত্রে ২০ নম্বর এবং কাম্য সংখ্যার চেয়ে পরবর্তী প্রতি ২০ শতাংশ বৃদ্ধির জন্য ৫ নম্বর পাবে প্রতিষ্ঠান।  এক্ষেত্রে মোট নম্বর ৩০।

পাসের হার

পাবলিক পরীক্ষায় পাসের হার বিবেচনায় এমপিও পাওয়ার ক্ষেত্রে কাম্য পাসের হার অর্জনের জন্য ২৫ নম্বর এবং কাম্য হারের পরীক্ষার্থী প্রতি ১০ শতাংশ বৃদ্ধির জন্য ৫ নম্বর। সর্বোচ্চ নম্বর ৪০।

এই যোগ্যতা যেসব প্রতিষ্ঠান অর্জন করেছে সব প্রতিষ্ঠানকেই এমপিও দেওয়া হয়েছে।

তবে শর্ত পূরণ করতে না পারায় যে উপজেলায় কোনও প্রতিষ্ঠান এমপিওভুক্তির সুযোগ পায়নি, সেসব উপজেলার একটি করে শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ বিবেচনায় এমপিওভুক্ত করা হয়েছে।  সেক্ষেত্রে যোগ্যতা ধরা হয়েছে ওই উপজেলার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ নম্বরকে।