সব বিশ্ববিদ্যালয় একই মানের পিএইচডির যোগ্যতা রাখে না: ড. আতিকুল ইসলাম

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম বলেছেন, সব বিশ্ববিদ্যালয় একই মানের পিএইচডি করানোর যোগ্যতা রাখে না। আমরা ধরে নেই— বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার যোগ্যতা সবার আছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমি মনে করি, অন্তত ১২টি আছে কোনও না কোনও বিষয়ে পিএইচডি করার ক্ষমতা রাখে। কেউ কেউ হয়তো ৫-১০টি বিষয়ে পড়তে পারবে, কেউবা একটা-দুটাতে করতে পারবে।

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি: সম্ভাবনার নতুন দুয়ার’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সহযোগিতায় শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের নিয়মিত এই আয়োজন।

এটিএন নিউজের বার্তা প্রধান প্রভাষ আমিনের সঞ্চালনায় এছাড়াও বৈঠকিতে আরও  অংশ নেন— ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র এবং বাংলা ট্রিবিউনের জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম আব্বাস। 

ড. আতিকুল ইসলাম বলেন, ‘‘গবেষণা করবে কে, বড় বড় অধ্যাপকরা আইডিয়া দেবেন, কিন্তু দৌড়ঝাপ থেকে শুরু করে পুরো তথ্য সংগ্রহের কাজ করেন পিএইচডির শিক্ষার্থীরা। এ জন্য কিছু বিশ্ববিদ্যালয় বলবে, ‘তোমরা পিএইচডি’র ছাত্র নিতে পারবো না’। তাতে পুরো দেশের রিসার্চ আউটপুট কমে।’

তিনি আরও বলেন, ‘এখন নর্থ সাউথে বাংলায় পিএইচডি করাতে বলা হলে সেটা সম্ভব হবে না। কারণ, যে লোকবল আছে তা দিয়ে হবে না। মিনিমাম যোগ্যতা নির্ধারণ করে দিতে হবে, যেগুলো না থাকলে পিএইচডি করা যাবে না।’

বাংলা ট্রিবিউনের এই বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ।

আরও পড়ুন:

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালু হলে গবেষণার উৎস বাড়বে: ভিসি ইমরান রহমান