দিল্লীর হ্যাবিট্যাট সেন্টারে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সেমিনারে বাংলাদেশসহ ১৩টি দেশের শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেনভারতের রাজধানী নয়া দিল্লীতে দুইদিনব্যাপী ‘টিচিং, লার্নিং অ্যান্ড নিউ টেকনোলজি’ শীর্ষক উচ্চশিক্ষার এক আন্তর্জাতিক সেমিনার সম্পন্ন হয়েছে। সেমিনারে বাংলাদেশসহ ১৩টি দেশের শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
ব্রিটিশ কাউন্সিল ইন্ডিয়া, ন্যাশনাল ইউনিভার্সিটি অব এডুকেশনাল প্লানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এবং সেন্টার ফর পলিসি রিসার্চ ইন হায়ার এডুকেশনের যৌথ উদ্যোগে নয়া দিল্লীর ইন্ডিয়ান হ্যাবিট্যাট সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
রবিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর উপ-সচিব মো. ওমর ফারুকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৫ ফেব্রুয়ারি সেমিনারটির উদ্বোধন করেন ইন্ডিয়ান ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের চেয়ারম্যান প্রফেসর ভেদ প্রকাশ। সেমিনারে বাংলাদেশসহ ১৩টি দেশের শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। তারা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে উচ্চশিক্ষার বিস্তার ও মান উন্নয়নের উপর নিবিড়ভাবে আলোচনা করেন।
সেমিনারে বাংলাদেশের উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় উপস্থাপন করেন প্রফেসর আবদুল মান্নান। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের দ্রুত শিক্ষা বিস্তার ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।

/এসআইএস/এসএম/এইচকে/