শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ

দুই ধাপে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত হবে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে। আগামী ২৮ এপ্রিল থেকে ৪ মে প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে ১৫ থেকে ২১ মে এই কর্মসূচি পালিত হবে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত বিশেষ নির্দেশনা জারি করে।

এতে জানানো হয়, প্রথম ধাপে ২৮ এপ্রিল থেকে ৪ মে চট্টগ্রাম, রংপুর, খুলনা ও ময়মনসিং বিভাগের এবং দ্বিতীয় ধাপে ১৫ থেকে ২১ মে ঢাকা, বরিশাল, রাজশাহী ও সিলেট বিভাগে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনায় আরও জানানো হয়, শিক্ষার্থীদের ১২ থেকে ১৬ বছর বয়সী স্কুলগামী ও বিদ্যালয় বহির্ভূত (পথশিশু, কর্মজীবী শিশু, বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থী) সব শিশুকে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে এক ডোজ কৃমিনাশক ওষুধ সেবন করানো হবে। স্বাস্থ্য অধিদফতরের মতে কৃমিনাশক ওষুধটি নিরাপদ এবং এটি শারীরিক ও মানসিক বৃদ্ধির সহায়ক হিসেবে কাজ করে।

নির্ধারিত দিনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা প্রধান শিক্ষকদের জাতীয় কৃমি সপ্তাহ পালনের নির্দেশনা প্রদান করবেন।