ঢাবির নতুন উপাচার্যকে সাবেক উপাচার্যের শুভেচ্ছা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩০তম উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ মাহমুদ খানকে শুভেচ্ছা জানিয়েছেন সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

বুধবার (১৮ আগস্ট) ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের অফিসিয়াল প্যাডে অধ্যাপক মাকসুদ কামাল নতুন উপাচার্যকে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় মাকসুদ কামাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার অ্যাকাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও কর্ম-পরিকল্পনার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে উত্তরোত্তর এগিয়ে যাবে, এটি আমার দৃঢ় বিশ্বাস।

বার্তায় তিনি নতুন উপাচার্যের সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন কল্যাণও কামনা করেন।