দাবি আদায়ে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা মেরিটাইম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন, সেমিস্টার ফি কমানোসহ বিভিন্ন দাবিতে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন সাধারণ শিক্ষার্থীরা।

বিবৃতিতে জানানো হয়, আগস্ট পরবর্তী আন্দোলনে সেমিস্টার ফি পরিমার্জন ও অন্য সব দাবি সম্পর্কে ইউনিভার্সিটি প্রশাসন উদাসীনতা দেখিয়ে আসছে। বারবার সংস্কার সম্পর্কিত অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হলেও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উত্তরে দায়িত্ব অবহেলা প্রতীয়মান হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের ঐক্যমতের ভিত্তিতে রবিবার (১৫ ডিসেম্বর) থেকে ইউনিভার্সিটির সব অ্যাকাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সব সাধারণ শিক্ষার্থীকে রবিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মেঘনা বিল্ডিংয়ের সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত শিক্ষার্থীরা কোনও ধরনের ক্লাস, ল্যাব ও পরীক্ষায় অংশ নেবেন না। যেহেতু সব ডিপার্টমেন্টের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই অ্যাকাডেমিক কোনও কার্যক্রমে অংশ না নিলেও সবাইকে অবশ্যই রবিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মেঘনা ভবনের সামনে উপস্থিত হতে হবে।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর সেমিস্টার ফি কমানো, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করেছিলেন শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে দফায় দফায় বৈঠক ও সিন্ডিকেট মিটিং থেকে আশানুরূপ সিদ্ধান্ত না আসায় কর্মসূচির ডাক দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

এর আগে গত ৩ সেপ্টেম্বর থেকে ১৭ দফা দাবি আদায়ে আন্দোলন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবিগুলোর মধ্যে আছে- দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি’ নামকরণ করতে প্রয়োজনীয় দাফতরিক ও আইনি ব্যবস্থা নিতে করতে হবে। পাশাপাশি দ্রুততার সঙ্গে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে হবে। এ বিষয়ে অগ্রগতি জানাতে হবে।

অন্যান্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুপাতে ক্রেডিট ফি সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামের বিষয়ভিত্তিক ক্রেডিট ফি হ্রাস করে প্রতি ক্রেডিট  ৫০ টাকায় আনতে হবে। সেমিস্টার ফি সর্বোচ্চ ২৩০০ টাকা রাখতে হবে। এছাড়াও ডিগ্রি++ কোর্সগুলোর কোর্স ফি, ল্যাব ফি উল্লেখযোগ্য হারে কমাতে হবে। 

একটি অরাজনৈতিক, স্বতন্ত্র এবং সম্পূর্ণ ছাত্রছাত্রী দ্বারা পরিচালিত ছাত্র সংসদ ‘বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন- মাকসু’ গঠন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারক কমিটিগুলোতে (সিন্ডিকেট, সিনেট) উক্ত ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের স্থান দিয়ে তাদের যৌক্তিক মতামত দেওয়ার সুযোগ দিতে হবে।