সরকারি হলো তিন বিদ্যালয়

দেশের তিনটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। সোমবার (১৯ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আলাদা আদেশ জারি করে।

আদেশে বলা হয়, খুলনা নগরীর খালিশপুর উপজেলার বেসরকারি ‘প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয়কে ‘প্লাটিনাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়’, একই জেলার ফুলতলা উপজেলার বেসরকারি ‘আলীম ইন্টার্ন মাধ্যমিক বিদ্যালয়কে ‘আলীম ইন্টার্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়’ এবং নরসিংদী জেলার সদর উপজেলার ‘ইউএমসি আদর্শ বিদ্যালয়কে সরকারি করা হলো।

তিনটি বিদ্যালয় সরকারি করার পৃথক আদেশে জানানো হয়, প্রচলিত বিধি-বিধানের আলোকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক ও কর্মজচারীদের চাকরি বদলিযোগ্য হবে না।