জাহিদ যখন ‘ঘাড়ত্যাড়া মজনু’

জাহিদ যখন ‘ঘাড়ত্যাড়া মজনু’মজার সব চরিত্রে অভিনয়ে জুড়ি নেই অভিনেতা জাহিদ হাসানের। এবারও তিনি আসছেন তেমনই একটি কাজ নিয়ে। অভিনয় করেছেন ‘ঘাড়ত্যাড়া মজনু’ নামের মজার একটি ধারাবাহিক নাটকে
মাছরাঙা টেলিভিশনের এবারের ঈদ আয়োজনে থাকছে ছয় পর্বের ধারাবাহিকটি।
লিটু সাখাওয়াতের রচনায় এটি পরিচালনা করেছেন রুমান রুনি। এতে নাম ভূমিকায় অাছেন জাহিদ। আরও অভিনয় করেছেন তানজিন তিশা, মিলন ভট্টসহ আরও অনেকে।
গল্পে দেখা যাবে, মজনুর প্রধান সমস্যা হলো সে প্রচণ্ড রাগী। কথায় কথায় রেগে যায়। মা-বাবা, ভাই-বোন, প্রতিবেশী- সবাই তার এই রগচটা স্বভাবের জন্য ভয় পায়। এই কারণে সবাই তাকে ঘাড়ত্যাড়া মজনু নামে ডাকে। একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে দেখে যে, সত্যিই মজনুর ঘাড়টা বাঁকা হয়ে গেছে। পীর-ফকির দেখিয়েও প্রতিকার পায় না সে। লজ্জায় বাড়ি থেকে সে বাইরে বের হতে পারে না। ঘটতে থাকে না ঘটনা।
/এম/