‘ঐ যে কলকাতার নায়িকা’

নুসরাত ফারিয়া। ছবি: সাজ্জাদ হোসেন।বিএফডিসির ভেতরে জনা কয়েক আগ্রহী দর্শক ঢুকেছেন। তাদের মধ্যে দু'একজনের চোখেমুখে বিস্ময়। সামনে দাঁড়িয়ে আছেন কলকাতার নায়িকা।
চলছে নায়িকার ফটোশুট। এরমধ্যে একজন তো বলেই ফেললেন, ‘ঐ যে কলকাতার নায়িকা'।
আর এতেই বোধহয় কিছুটা লজ্জা পেয়ে বিএফডিসির জসিম ফ্লোরে ঢুকে গেলেন তিনি।
কে এই কলকাতার নায়িকা?
উত্তরটা দিলেন ঢাকাই ছবির অভিনেত্রী নুসরাত ফারিয়া!
‌‘ওরা আসলে আমাকেই বলেছে কথাটা!’
যৌথ প্রযোজনার ‘আশিকী’, ‘হিরো-৪২০’ ছবি দুই বাংলায় মুক্তি পেয়েছে। এছাড়া আরও দুটি যৌথ প্রযোজনার ছবি ‘বাদশা’ ও ‘প্রেমী ও প্রেমী’ আসছে। তাই ফারিয়াকে কলকাতার দর্শকরাও বেশ চেনেন। কিন্তু ঢাকায় তাকে ‘কলকাতার নায়িকা’ হিসেবে সম্বোধন!
কারণটাও পাওয়া গেল তার কাছ থেকেই। ‘আসলে এখন ভারতের বেশ কয়েকটি চ্যানেলে ছবি চারটির গান প্রচার হচ্ছে নিয়মিত। যেখানে আমাকে কিন্তু কলকাতার নায়কের সঙ্গে দেখা যায়। এ কারণেই হয়তো কোনও কোনও দর্শক এভাবে আমাকে সম্বোধন করছেন।’ বললেন ফারিয়া।
ফারিয়ার সঙ্গে যখন (২১ জুন) কথা হচ্ছিল তখন তিনি বিএফডিসিতে ‘প্রেমী ও প্রেমী’ ছবির কাজ করছিলেন। জাকির হোসেন রাজু পরিচালিত এ ছবিতে আছেন চিত্রনায়ক আরিফিন শুভ।
/এমআই/এমএম/