‘অবশেষে দাদা আমার সুরে গাইলেন’

‘অনেক দিন ধরেই ইচ্ছে ছিল দাদাকে আমার সুরে গান গাওয়ানোর। কিন্তু কেন জানি হচ্ছিল না। অবশেষে দাদা আমার সুরে গাইলেন। অনেক ভালো লাগা কাজ করছে আমার মধ্যে।’ নন্দিত কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ প্রসঙ্গে কথাগুলো বললেন এই সময়ের জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক ইমরান।
কুমার বিশ্বজিৎ, ন্যানসি ও ইমরান।কারণ প্রথমবারের মতো তার সুরে কোনও গানে কণ্ঠ দিলেন কুমার বিশ্বজিৎ। গানটিতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ন্যানসি। স্নেহাশীষ ঘোষের লেখা ‘তোমায় প্রয়োজন’ শিরোনামের গানটি থাকছে ঈদ উপলক্ষে প্রকাশ হতে যাওয়া ন্যানসির প্রথম দ্বৈত অ্যালবাম ‘ন্যানসি উইথ স্টারস’-এ। অ্যালবামটি বাজারে আনছে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস।
গানটি প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘প্রথমবারের মতো ইমরানের সুরে কোনও গানে কণ্ঠ দিলাম। ও অনেক ভালো সুর করেছে গানটির। যদিও সময় অল্প পেয়েছি গানটির জন্য তারপরও চেষ্টা করেছি ভালো গাওয়ার।’ এদিকে ন্যানসি প্রসঙ্গে বলেন, ‘ওর সম্পর্কে বলতে গেলে এটুকু বলতে হবে, অনেকদিন পর বাংলাদেশ ভালো একটি টোন পেয়েছে। সবমিলিয়ে গানটি নিয়ে আমি খুবই আশাবাদী।‘
অন্যদিকে ন্যানসি বলেন, ‘দাদার সঙ্গে গাইতে পারা সব সময়ই ভালো লাগার মতো একটি ব্যাপার। এই প্রথম আমার কোনও অ্যালবামে দাদা কণ্ঠ দিলেন। অনেক ভালো লাগছে। আশাকরছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
/এমএম/