X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু

বিনোদন রিপোর্ট
০৭ মে ২০২৪, ১৯:৩৩আপডেট : ০৮ মে ২০২৪, ১১:৫৫

পদ্মা নদীতে জেগে ওঠা চর খানপুর। সীমান্তবর্তী এই দুর্গম চরের অবস্থান রাজশাহীতে। যেখানে যাতায়াত করা যেমন কঠিন, আর সেখানকার মানুষের জীবন ও জীবিকা আরও কাঠিন্যে মোড়া। সেই চর খানপুরের শিশু মানিক। মাত্র দ্বিতীয় শ্রেণির ছাত্র। এর মধ্যেই সুযোগ হলো সিনেমায় কাজ করার। যেটার নাম ‘পটু’। কোনও ছোট-গৌণ চরিত্রে নয়, ছবির নাম ভূমিকায় অভিনয় করেছে মানিক। 

কীভাবে? সেই গল্প জানা গেলো সোমবার (৬ মে) সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের বাসায়। সেখানে সাংবাদিকদের সঙ্গে আড্ডায় বসেছিলেন ‘পটু’র নির্মাতা-শিল্পীরা। ছবির অভিনেতা ইভান সাইর জানালেন মানিকের ‘পটু’ হয়ে ওঠার পেছনের ঘটনা।

ইভানের ভাষ্য, ‘এই ছবিতে আমরা সবাই প্রায় নতুন। তো পটু চরিত্রের জন্যও নতুন একজনকে বেছে নেন নির্মাতা। রাজশাহীর এক শিশুকে প্রশিক্ষণ দেন। কিন্তু আমরা যখন চর খানপুরে শুটিংয়ে যাই, তখন এই মানিককে নজরে পড়ে পরিচালকের। ওরা ওখানে নৌকা পারাপারের কাজ করে। তো, আমরা এত মানুষ, ক্যামেরা-সরঞ্জাম নিয়ে গেছি, কিন্তু ওর মধ্যে কোনও জড়তা নেই। আমাদের সঙ্গে এসে কথা বলছে, মিশছে। তখনই পরিচালক সিদ্ধান্ত নেন, ওকে নিয়েই পটু বানাবেন। এভাবেই মানিকের যুক্ত হওয়া।’

সংবাদ সম্মেলনে টিম ‘পটু’ প্রসঙ্গক্রমে চর খানপুরের অবস্থার চিত্রও তুলে ধরেন ইভান সাইর। বললেন, ‘এটা বাংলাদেশ ও ভারতের মুর্শিদাবাদ সীমান্তে অবস্থিত জায়গা। এই সীমান্তে কিন্তু কোনও কাঁটাতার নেই। এমনকি আমরা বিএসএফকে জানিয়ে মুর্শিদাবাদেও কিছু দৃশ্যের শুটিং করেছি। তো এই চরে এখনও বিদ্যুৎ যায়নি। কেউ কেউ সৌরবিদ্যুৎ ব্যবহার করে। আধুনিক জীবন ব্যবস্থার কিছুই নেই। রাজশাহী শহর থেকে ট্রলারে করে যেতেও দুই-তিন ঘণ্টার মতো লাগে। এমন দুর্গম জায়গা।’

সবশেষে ছবিটি নিয়ে দর্শকের উদ্দেশে ইভান সাইর বলেছেন, “দেশে প্রচুর সিনেমা হচ্ছে। এসবের মধ্যে ‘পটু’ একদমই অন্য ধরনের একটি ছবি। এখানে অভিনয়শিল্পী, লোকেশন, নির্মাতা অনেক কিছুই নতুন। যারা অন্য তারকার ভক্ত, তাদের কাছেও আমাদের আহ্বান, ছবিটা দেখবেন। যদি ছবিটার কোনও কিছু ভালো লাগে, একটু উৎসাহ দেবেন।”

উল্লেখ্য, ‘পটু’ নির্মাণ করেছেন আহম্মেদ হুমায়ূন। যিনি মূলত সংগীত পরিচালক। এই ছবির মাধ্যমে নির্মাণে অভিষেক হচ্ছে তার। ছবিটির বিভিন্ন চরিত্রে আরও আছেন দিলরুবা দোয়েল, আফরা সাইয়ারা, শোয়েব মনির, গালিব সর্দার প্রমুখ। আগামী ১০ মে এটি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। ‘পটু’র পোস্টার ও নির্মাতা

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
লালগালিচা থেকে নেমে ফের বিড়ম্বনায় উর্বশি!
কান উৎসব ২০২৪লালগালিচা থেকে নেমে ফের বিড়ম্বনায় উর্বশি!
কোটি ভিউতে ফারহানের সেঞ্চুরি!
কোটি ভিউতে ফারহানের সেঞ্চুরি!
রাইমা নাকি সুচিত্রা!
রাইমা নাকি সুচিত্রা!
জুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা
জুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা
সন্ধ্যায় করতালি পেয়ে সেলেনার কান্না, রাতে কেট ব্ল্যানচেটের আলো
কান উৎসব ২০২৪সন্ধ্যায় করতালি পেয়ে সেলেনার কান্না, রাতে কেট ব্ল্যানচেটের আলো