কবরী: শুভ জন্মদিন

পেটে গামছা পেঁচিয়ে অভিনয়

প্রথম ছবিতে কবরী১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং' ছবির নায়িকা হিসেবে অভিনয় জীবনের শুরু চিত্রনায়িকা কবরীর।
এরপর পেয়েছেন ‘মিষ্টি মেয়ে’ খেতাব। অভিনয় দিয়ে এখনও স্মরণীয় ‘হীরামন’, ‘ময়নামতি’, ‘চোরাবালি’, ‘পারুলের সংসার’, ‘বিনিময়’, ‘আগন্তুক’সহ অসংখ্য ছবির জন্য।
জহির রায়হানের তৈরি উর্দু ছবি ‘বাহানা' এবং ভারতের চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের ছবি ‘তিতাস একটি নদীর নাম'-এর জন্য প্রশংসাও পেয়েছেন প্রচুর। আজ  (১৯ জুলাই) এ বরেণ্যর জন্মদিন।
১৯৫০ সালে চট্টগ্রাম জন্ম নেওয়া এ নায়িকার কাছে জানতে চাওয়া হয়েছিল, প্রথম ছবির মজার স্মৃতি কথা।
জানালেন, তখন তার বয়স ১৩-১৪ বছর। রীতিমতো খুঁজে বের করা হয়েছিল তাকে। ছবির পরিচালক সুভাষ দত্তর মনেও ছিল দ্বিধা, এ মেয়ে পারবে তো! কিন্তু দিব্যি কাজের রফা করেছেন। এমনকি গর্ভবতী নারীর অভিনয়ও নিপুণভাবে শেষ করেছেন।
তিনি বললেন, ‘ছবিটির দৃশ্যের জন্য পেটে গামছা পেঁচিয়ে পুঁটলি বাঁধতে হয়েছিল। পরে কিন্তু পর্দায় কেউ তা বুঝতেই পারেননি।’
/এম/