X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি

বিনোদন ডেস্ক
০৭ মে ২০২৪, ১৬:৫৭আপডেট : ০৭ মে ২০২৪, ১৭:১৬

অভিনয় গুণে যতটা প্রশংসিত, লাগামহীন মন্তব্যের জন্য তার চেয়ে ঢের সমালোচিত কঙ্গনা রনৌত। যখন যার ওপর চটেন, বেফাঁস মন্তব্যে তাকেই তুলোধুনা করে ফেলেন তিনি। আর নিজের প্রশংসায় তো হরহামেশাই সরব হন এই অভিনেত্রী। যেমন সম্প্রতি বলেছেন, অমিতাভ বচ্চনের পর ভারতে তিনিই সবচেয়ে বেশি জনপ্রিয়!

এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা ফের সমালোচনার শিকার হচ্ছেন। কিন্তু নিজের কথায় অনড় তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে কঙ্গনা বলেছেন, ‘আমি পরিষ্কার বলেছি, ভারতের বিভিন্ন রাজ্যের যেখানেই যাই না কেন, আমার শৈল্পিক কাজ ও জাতীয়তাবাদের জন্য সবার অঢেল ভালোবাসা পাই। কেবল আমার অভিনয়ের জন্যই নয়, নারীর অধিকারে কাজ করার জন্যও আমাকে উৎসাহ দেন সবাই। তো যারা আমার ওই কথায় (অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা) আপত্তি জানাচ্ছেন, তাদের কাছে প্রশ্ন, আমি ছাড়া বিগ বি’র পর আর কে এতোটা ভালোবাসা পেয়েছে? খানেরা? কাপুরেরা? কে? আমাকে একটু বলুন, যাতে শুধরে নিতে পারি।’

কঙ্গনার কথায় স্পষ্ট, তিনি মনেপ্রাণেই বিশ্বাস করেন, অমিতাভ বচ্চনের পর তার মতো জনপ্রিয়তা আর কেউ পাননি। ক’দিন আগে নির্বাচনী প্রচারণায় গিয়ে এই বিষয়টিই প্রকাশ্যে বলেছেন অভিনেত্রী। তার মন্তব্য ছিল এরকম, ‘আমি রাজস্থান যাই কিংবা পশ্চিমবঙ্গ, নয়া দিল্লি অথবা মণিপুর, অসামান্য ভালোবাসা পাই মানুষের। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, অমিতাভ বচ্চনের পর যদি কেউ এতো ভালোবাসা-সম্মান পেয়ে থাকে, সেটা আমি।’

এক অনুষ্ঠানে অমিতাভের সঙ্গে কঙ্গনা উল্লেখ্য, কঙ্গনা কিছু দিন আগেই রাজনীতিতে নাম লিখিয়েছেন। ভারতের এবারের লোকসভা নির্বাচনে বিজেপি দলের হয়ে হিমাচলের মান্ডি আসন থেকে নির্বাচন করছেন তিনি।

অন্যদিকে ‘ইমারজেন্সি’ নামে নতুন একটি সিনেমার কাজ সেরে রেখেছেন কঙ্গনা। যেটা মুক্তি পাবে আগামী ১৪ জুন। 

সূত্র: ইন্ডিয়া টুডে

/কেআই/এমএম/
সম্পর্কিত
‘ব্রহ্মাস্ত্র’-এর সিক্যুয়েলের আপডেট জানালেন রণবীর
‘ব্রহ্মাস্ত্র’-এর সিক্যুয়েলের আপডেট জানালেন রণবীর
জাভেদ আখতারের মানহানির মামলায় কঙ্গনার শেষ সুযোগ
জাভেদ আখতারের মানহানির মামলায় কঙ্গনার শেষ সুযোগ
ফিরছে কঙ্গনা-মাধবন জুটি
ফিরছে কঙ্গনা-মাধবন জুটি
আল্লু অর্জুনের ভক্ত অমিতাভ!
আল্লু অর্জুনের ভক্ত অমিতাভ!
বিনোদন বিভাগের সর্বশেষ
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!