মুক্তি পাচ্ছে না ‘কেলোর কীর্তি’


‘কেলোর কীর্তি’ ছবিতে শিল্পীরাবাংলাদেশে ভারতীয় ছবি আমদানিকে ঘিরে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত চলচ্চিত্রাঙ্গন।
আলোচনা, সভা-সমাবেশ, মানববন্ধন, তথ্যমন্ত্রী বরাবার স্মারকলিপি প্রদানসহ চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ঠ বিভিন্ন সংগঠনগুলোর আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশে কলকাতার রাজা চন্দের পরিচালনায় ‘কেলোর কীর্তি’ ছবিটি আপাতত মুক্তি পাচ্ছে না। 
গত মঙ্গলবার হাইকোর্টে ছবিটি মুক্তির উপর স্থগিতাদেশ জারি হয়েছে।
২২ জুলাই বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘কেলোর কীর্তি’ ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান আরাধনা এন্টারপ্রাইজের।

এদিকে, আমদানি-রফতানি সঠিক নিয়ম না মানার কারণেই এই ছবিটি প্রেক্ষাগৃহে প্রদর্শন করতে পারবেন না বলে জানালেন সেন্সর বোর্ডের সদস্য ও পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার।
তিনি বলেন, ‘ছবিটি গত সোমবার সেন্সরবোর্ডে জমা হয়। সঠিকভাবে আমদানি ও রফতানির যথার্থ নিয়ম কানুন না মানার কারণে তাদের ছবিটি স্থগিত করেছে আদালত। আদালতের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এটি বাংলাদেশে সেন্সরবোর্ডের ছাড়পত্র বা মুক্তি পাবে না।’
উল্লেখ্য, এ ছবির বদলে কলকাতায় মুক্তি পাওয়ার কথা ছিল উত্তম আকাশের ‘রাজা ৪২০’ ছবিটি। গত ১৯ জুন ছবিটি কলকাতায় পাঠানো হয়। কিন্তু ছবি আমদানির শর্ত অনুযায়ী, রফতানি করা ‘রাজা ৪২০’ ছবিটি প্রথমে সেন্সর হয়ে কলকাতায় প্রদর্শন হতে হবে। এরপর একটি ছবির আমদানি করতে পারবেন আমদানিকারক প্রতিষ্ঠান। কিন্তু আমদানিকারক প্রতিষ্ঠান মাত্র পাঁচদিন পরই আমদানির জন্য ‘কেলোর কীর্তি’ ছবি আনা হয়। তাই আইনসঙ্গত না হওয়ার কারণে আদালত এ ছবির মুক্তি বন্ধ করার আদেশ দেন।‌
‘কেলোর কীর্তি’ ছবিতে অভিনয় করেছেন দেব, যীশু সেনগুপ্ত, অঙ্কুশ, মিমি, সায়ন্তিকাসহ আরও অনেকে।

/এম/