সিনেমা-নাটক লাইব্রেরি ‘বাংলাফ্লিক্স’

চিত্তবিনোদনের জন্য সিনেমার বিকল্প আর কী হতে পারে? কিছুই না। সে ভাবনা থেকে দেশের অন্যতম ডিজিটাল কমিউনিকেশন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক করছে নতুন কিছু।

গ্রাহকদের সর্বোচ্চমানের ভিডিও স্ট্রিমিং অভিজ্ঞতা দিতে বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে দেশের সর্ববৃহৎ ইন্টারনেট সিনেমা ও নাটক লাইব্রেরি ‘বাংলাফ্লিক্স’। এক্সক্লুসিভ ইন্টারনেট ডাটা বান্ডেলের সঙ্গে বাংলাফ্লিক্স গ্রাহকদের দেবে উচ্চমানসম্পন্ন ভিডিও স্ট্রিমিং সেবা।

এটি ১০ সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত আনলিমিটেড ভিডিও স্ট্রিমিং-এ ফ্রি ট্রায়ালের সুবিধা দেবে। ট্রায়াল সময় শেষে গ্রাহকরা তাদের চাহিদা মতো বিভিন্ন সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিতে পারবেন।
এই অ্যাপটি ডাউনলোড করতে ভিজিট করুন- http://banglaflix.com.bd অথবা গুগল প্লে অ্যাপ স্টোর কিংবা অ্যাপল অ্যাপ স্টোর-এ।
বাংলালিংক- এর হেড অব কন্টেন্ট জিয়াউল হক শিকদার বলেন, ‘মুভি কিংবা অন্যান্য ভিডিও সব বয়সী মানুষের কাছে বিনোদনের অন্যতম একটি উৎস। কিন্তু আমাদের ব্যস্ত জীবনের কারণে থিয়েটার কিংবা সিনেমা হলে গিয়ে নাটক বা মুভি দেখার সময় হয়ে ওঠে না। গ্রাহকদের ব্যক্তিগত মোবাইল ডিভাইসে সেই বিনোদনের সুযোগ করে দিতেই বাংলাফ্লিক্স অ্যাপটি নিয়ে আসা হয়েছে।’
/এমএম/