ঈশিকা বললেন, ‘আমরা ঠিক করেছি, এবারের ঈদ নানাশ্বশুরবাড়িতে করবো। পরিবারের সবাই উপস্থিত থাকবেন সেখানে। বেশ বড় একটা সমাগম হবে বলে মনে হচ্ছে। আর আমার কিন্তু প্রথম এভাবে স্বামীর সঙ্গে ঈদ করা। সামনেই আমাদের পরিবারের নতুন অতিথি আসছে। সব কিছু মিলিয়ে এই ঈদটা আমাদের জন্য একটু অন্যরকম আনন্দের।’
লোপার ভাষ্য, ‘মাত্রই বিয়ে হলো। উৎসবের আমেজ এখনও কাটেনি। এরমধ্যেই কোরবানির ঈদ চলে এসেছে। ঈদের দিন ঢাকাতেই থাকবো আমরা। তবে পরদিনই বেড়াতে যাবো ঢাকার বাইরে। তাই মনে হচ্ছে টানা উৎসবের মধ্যেই থাকতে হবে আমাদের।’
এদিকে, অভিনেত্রী অপি করিম ও নির্মাতা এনামুল করিম নির্ঝর বিয়ে করেছেন গত রোজার ঈদের দিন রাতেই। তবে আনুষ্ঠানিকতা শেষ করতে করতে ঈদের দিনটি আর তেমন বাকি ছিল না। তাই তাদের জন্য এবারের ঈদটাই প্রথম বলা যায়।
যদিও এই বিষয়ে তাদের কোনও মন্তব্য চেয়েও পাওয়া যায়নি।