ফোক ফেস্ট-২০১৬

আজকের চমক শফি মন্ডল ও কৈলাস খের

শফি মন্ডলগেল সন্ধ্যা থেকে ঢাকা আর্মি স্টেডিয়াম আবিষ্ট হয়ে আছে লোকজ সুরে। ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-২০১৬’ বাংলাদেশের সঙ্গে আছেন বিদেশের অতিথিরা। ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, স্পেন, কানাডার খ্যাতিমান শিল্পীরা পরিবেশন করছেন তাদের গান।

আজ শুক্রবার দ্বিতীয় দিনেও সংগীত পরিবেশন করবেন এমন কয়েকজন গুণী শিল্পী। এর মধ্যে আজকের অন্যতম চমক হয়ে থাকছেন বাংলাদেশের শফি মন্ডল ও ভারতের কৈলাস খের।
আজ শুক্রবার এই মঞ্চে আরও পারফর্ম করবেন বাঁশি বাদক জালাল (বাংলাদেশ), লতিফ সরকার (বাংলাদেশ), প্রসাদ (কানাডা), ইন্ডিয়ান ওশান (ভারত), লাবিক কামাল গৌরব (বাংলাদেশ) এবং কারেন লুগো অ্যান্ড রিকার্ডো মোরো (স্পেন)।
আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টায়। চলবে ১২টা পর্যন্ত। অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। এ উৎসবের আয়োজন করছে সান ইভেন্টস।
কৈলাস খেরউৎসবটি সফল করতে আয়োজকরা দর্শকদের কাছে কিছু বিষয়ে অনুরোধ ও নিদের্শনা দিয়েছেন। জানিয়েছেন, ভেন্যুতে প্রবেশের সময় ই-টিকিট দেখাতে হবে। অনুষ্ঠানে ব্যাগ, ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। পার্কিংয়ের ব্যবস্থা থাকবে না। ভেন্যুতে প্রবেশের পর বের হলে দ্বিতীয়বার ঢোকা যাবে না। বাইরে থেকে খাবার ও পানীয় নিয়ে যাওয়া যাবে না। ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ।
চাবি, মোবাইল ও ওয়ালেট পকেটে রাখতে হবে।
/এম/এমএম/